শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৫৫:৩০

অবশেষে ‘বন্ধুত্বের’ মহড়ায় অংশ নিতে পাকিস্তানে রুশ সেনারা

অবশেষে ‘বন্ধুত্বের’ মহড়ায় অংশ নিতে পাকিস্তানে রুশ সেনারা

আন্তর্জাতিক ডেস্ক : ‘বন্ধুত্ব ২০১৬’ নামে এক যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে রাশিয়ার সেনাবাহিনীর একটি দল পাকিস্তানে পৌঁছেছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আসিম সেলিম বাজওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানান, রুশ স্থল বাহিনীর একটি দল প্রথমবারের মতো যৌথ মহড়ায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে। ২৪ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত দু'সপ্তাহ মহড়া চলবে।

পাকিস্তানের সংবাদপত্র ডেইলি পাকিস্তান সেনাসূত্রের বরাতে জানায়, দেশটির পার্বত্য অঞ্চলে দুই দেশের প্রায় ২০০ সেনাসদস্য মহড়ায় অংশ নেবে।

গত জানুয়ারিতে রুশ সেনাপ্রধান সালিয়োকভ জানিয়েছিলেন, তারা পাকিস্তান, ভিয়েতনাম, মঙ্গোলিয়া ও ভারতের সেনাবাহিনী সঙ্গে সাতটি যৌথ মহড়ায় অংশ নেবে।

গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে এক সন্ত্রাসী হামলায় ভারতের ১৮ জন সেনা নিহত হয়।

এ ঘটনার পর উত্তেজনাকর পরিস্থিতি পাকিস্তানের সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ মহড়ার কর্মসূচি বাতিলের জন্য রাশিয়ার প্রতি অনুরোধ জানায় ভারত।

পরে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়ার কর্মসূচি বাতিল করেছে রাশিয়া।

দি ইন্ডিয়ান এক্সেপ্রেসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মাস ধরে পাকিস্তানের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা রাশিয়ায় যাওয়া-আসা করছেন।

এ সময় মস্কোর কাছ থেকে যুদ্ধের সময় ব্যবহৃত হয় এমন জঙ্গিবিমান এমআই-৩৫ হেলিকপ্টার কেনে ইসলামাবাদ। এরপর যৌথ মহড়ায়ও অংশ নিচ্ছে দু'দেশ।

রাশিয়ার ভিন্ন সংবাদমাধ্যমে মস্কোতে নিযুক্ত পাকিস্তানী রাষ্ট্রদূত কাজী খলিলুল্লাহর বরাতে বলা হয়েছে, এই মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা এবং সামরিক প্রতিরক্ষা খাতে সম্পর্ক জোরদারে দুই দেশের আকাংখা প্রতিফলিত হচ্ছে।
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে