শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:২০:৩৪

ভারতের দিকে মিসাইল তাক করল পাকিস্তান!

ভারতের দিকে মিসাইল তাক করল পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক: ভারত হামলা করতে পারে এমন ভয় বোধ হয় সত্যিই পেয়ে বসেছে পাকিস্তানকে। এ জন্য আগে থেকে কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। পাকিস্তানের জিও টিভির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এখন থেকেই ভারতের দিকে মিসাইল তাক করে রেখেছে দেশটি।

জিও টিভির রিপোর্টে বলা হয়, ভারতের কোন কোন এলাকায় পাকিস্তান হামলা চালাবে তার ছক ইতিমধ্যেই তৈরি করে রেখেছে দেশটি। সীমান্ত পার হয়ে যদি ভারত পাকিস্তানে হামলা করে তাহলে তার মোক্ষম জবাব দেওয়ার জন্য প্রস্তুত পাকিস্তান।

ভারতের দিক থেকে কোনো ধরনের আগ্রাসনের চেষ্টা করা হলে পাকিস্তানের পক্ষ থেকেও তার উপযুক্ত জবাব দেওয়া হবে। যুদ্ধের যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হয়েছে। সীমান্ত রক্ষায় সেনাও মোতায়েন করেছে পাকিস্তান।
 
১৮ সেপ্টেম্বর উরিতের সেনা ছাউনিতে হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানকে দোষ দিচ্ছে ভারত। এ নিয়েই দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। হামলার পর ভারত জানায়, এর উপযুক্ত জবাব দেবে তারা।
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে