আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে এবার উঠেপড়ে লেগেছে আমেরিকায় অবস্থানরত ভারতীয়রা। পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র হিসেবে ঘোষণার জন্য একটি পিটিশন শুরু করেছেন তারা। মার্কিন সেনেটে এই সংক্রান্ত বিল পেশ হওয়ার পরই তাদের এই পদক্ষেপ।
ওই পিটিশনে বলা হয়েছে, এটি আমেরিকা, ভারত ও অন্যান্য বহু দেশের জন্য প্রয়োজনীয়, যারা পাকিস্তানের জঙ্গি হামলার শিকার। হোয়াইট হাউস থেকে জবাব পাওয়ার যোগ্য হতে এই পিটিশন অন্তত ১লাখ স্বাক্ষর দরকার। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘উই দ্য পিপল’ নামে হোয়াইট হাউস ওয়েবসাইটে এই অনলাইন পিটিশন চালু করেছেন। এর ফলে মার্কিন নাগরিকরা যে কোনো বিষয় নিয়ে প্রশাসনের সামনে প্রচারের সুযোগ পান।
উরি হামলার পরই পাকিস্তান স্টেট স্পন্সর অফ টেররিজম ডেজিগনেশন অ্যাক্ট (এইচআর ৬০৬৯) মার্কিন কংগ্রেসে প্রবর্তন করেছেন রিপাবলিকান পার্টির প্রতিনিধি টেড পো। পো তার বিবৃতিতে পাকিস্তানকে সরাসরি আক্রমণ করে বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে আমেরিকার শত্রুদের বিভিন্নভাবে মদত দিয়ে চলেছে। ওসামা বিন লাদেনকে পাকিস্তানে আশ্রয় দেয়া থেকে হাক্কানি চক্রে সঙ্গে পাকিস্তানিদের ঘনিষ্ঠ যোগাযোগ সব বিষয়ই উল্লেখ করেছেন তিনি।
এই বিল পেশের ৯০ দিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি রিপোর্ট দিতে হবে। রিপোর্টে ওবামাকে উল্লেখ করতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের মনোভাব নিয়ে। এই রিপোর্ট পেশের তিরিশ দিন পর ফের মার্কিন কংগ্রেসের সেক্রেটারিকে আরেকটি রিপোর্ট পেশ করতে হবে। সেখানে বলতে হবে কেন পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হচ্ছে। আর যদি না করা হয়, তাহলে বলতে হবে, কেন আইনগত ভাবে পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা গেল না।
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে মার্কিন পররাষ্ট্র সচিব জন কেরি বলেন, পাকিস্তানের মাটি জঙ্গিরা স্বর্গরাজ্য হিসাবে ব্যাবহার করছে৷ অবিলম্বে তা বন্ধ করার ব্যবস্থা করুন৷
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই