আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে যুদ্ধ নিয়ে উত্তেজনার মাঝে পাকিস্তানের পাশে দাঁড়াল বন্ধু চীন। একইসঙ্গে কাশ্মীর প্রসঙ্গেও পাকিস্তানের পাশেই থাকবে বলে জানিয়ে দিয়েছে চীন। পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাবাজ শরিফের দফতর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে যে যেকোনো বৈদেশিক শত্রুর আক্রমণের হাত থেকে পাকিস্তানকে রক্ষা করতে বেজিং ইসলামাবাদের পাশে থাকবে। বিবৃতিতে লাহোরে নিযুক্ত চীনের কনসাল জেনারেল ইউ বোরেনের বক্তব্য উল্লেখ করা আছে। কাশ্মীর প্রসঙ্গেও চীন ইসলামাবাদের পাশে থাকবে বলে জানিয়েছেন শাবাজ শরিফ।
এর আগে পাকিস্তানের পাশে থাকবে বলে জানিয়ে দিয়েছিল চীন। তবে, বেজিং-এর পক্ষ থেকে সরকারিভাবে তেমন কিছু না জানানোয় জল্পনা তৈরি হয়েছিল পাকিস্তান-চীনের বন্ধুত্ব নিয়ে। একযোগে যুদ্ধ করা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে চীনের কোনো কর্মকর্তার কথা হয়নি বলেও জানিয়েছিল বেজিং। তবে পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রীর এহেন প্রেস বিবৃতিতে দিল্লির কপালে যে ভাঁজ ফেলবে তা বলাই বাহুল্য।-কলকাতা২৪
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই