আন্তর্জাতিক ডেস্ক : উরির সেনা ঘাঁটিতে হামলা ছাড়াও কি আরো বড় নাশকতার ছক কষেছিল জঙ্গিরা? সূত্রের খবর, উরিতে মৃত চার জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়া দুটি নকশায় তেমনই তথ্য মিলেছে। নকশায় উরির সেনা ঘাঁটি ছাড়াও রয়েছে বাড়ি-ঘর, জল-জঙ্গল সংক্রান্ত খুঁটিনাটি তথ্য। তাহলে কি নিরাপত্তা বাহিনী ছাড়াও লোকালয়ে হানা দিয়ে আরো বড় হত্যাকাণ্ড ঘটানোর ছক তৈরি করেই সীমান্ত পেরিয়ে তারা এসেছিল, নকশা উদ্ধার হওয়ার পর এই প্রশ্নগুলোই গোয়েন্দাদের সামনে চলে এসেছে।
এছাড়া, উরি হামলার নেপথ্যে জঈশ নয়, লস্কর জঙ্গিরা ছিল বলে সূত্রের খবর। এই প্রশিক্ষিত জঙ্গিরাই সেদিন সেনা ঘাঁটি লক্ষ্য করে তিন মিনিটে ১৭টি গ্রেনেড ছোড়ে।
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই