রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ০৮:১৮:৪৪

পাকিস্তানকে নিয়ে মার্কিন কংগ্রেসে নিন্দার ঝড়

পাকিস্তানকে নিয়ে মার্কিন কংগ্রেসে নিন্দার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে মানবাধিকার বিনষ্ট হচ্ছে দাবি করছে আমিরিকা। তাই পাকিস্তানের সিন্ধু প্রদেশের মানবাধিকার নিয়ে চিন্তায় মার্কিন আইনসভার সদস্য। মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের জনপ্রতিনিধি তথা পাক সিন্ধু লবির অন্যতম মুখপাত্র সানচেজ রবিবার দুঃখ প্রকাশ করে বলেন, পাকিস্তানের সিন্ধু প্রদেশে সবথেকে বেশি আক্রান্ত হিন্দু সম্প্রদায়ের লোকজন। এমনকি ওই অঞ্চলের বাসিন্দারা তাদের জোর করে ধর্মান্তরকরনো হবে বলে ভয় পাচ্ছেন। লোরেটা সানচেজ এদিন এমনটাই  দাবি করেন।

মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে সানচেজ, সিন্ধু প্রদেশের বর্তমান অবস্থা নিয়ে সরব হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন প্রশাসনকে ওই অঞ্চলের বাসিন্দাদের সঙ্গে কথা বলারও অনুরোধ জানিয়েছেন। সানচেজের কথায় হাফিজ সৈয়দ এবং জামাত-উল-দাওয়ার নামও উঠে এসেছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই পাক অধিকৃত কাশ্মীরে বাসিন্দাদের উপর পাক সেনার অত্যাচারের ভিডিও প্রকাশ হয় ভারতীয় সংবাদমাধ্যমে। এর পরেই সুর চড়ায় ভারত। পালটা মাঠে নামেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ। এবার খোদ মার্কিন কংগ্রেসে সিন্ধু প্রদেশ নিয়ে আলোচনায় ভারতের হাত আরও শক্ত হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তথ্যসুত্র: কলকাতা ২৪
০৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে