রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৪৫:০১

পাকিস্তানকে একঘরে করা সহজ নয় কেন?

পাকিস্তানকে একঘরে করা সহজ নয় কেন?

জয়ন্ত জ্যাকব : উরি হামলার প্রেক্ষিতে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একঘরে করার অঙ্গীকার করেছে ভারত। সন্ত্রাসবাদের প্রতি পাকিস্তানের কথিত সমর্থনের বিষয়টি তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ২০০৮ সালে মুম্বই হামলার পরও একই ধরনের কৌশল হাতে নিয়েছিল ভারত।

ওই হামলায় নিহত হয় ১৬৬ জন। তবে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একঘরে করার কাজটি মুখে বলার চেয়ে করে দেখানোটা ঢের কঠিন। এর কয়েকটি কারণ দেয়া হলো নিচে।

নিন্দার ঘাটতি: উরি হামলার জন্য পাকিস্তান-ভিত্তিক জৈশ-ই-মোহাম্মেদকে দায়ী করেছে ভারত। তবে নিজেদের নিন্দার বার্তায় পাকিস্তানকে সরাসরি উল্লেখ করেছে খুব অল্প কয়েকটি দেশ। যুক্তরাজ্য উরিকে ‘ভারত-শাসিত কাশ্মীরের’ অংশ হিসেবে বর্ণনা করেছে। যুক্তরাষ্ট্র একে কাশ্মীর উপত্যকায় হামলা বলে আখ্যা দিয়েছে। সুনির্দিষ্টভাবে পাকিস্তানের নাম এতে ছিল না। এমনকি রাশিয়াও পাকিস্তানের নাম নিয়েছে অন্যভাবে। ভারতের দীর্ঘদিনের মিত্ররাষ্ট্র নিন্দা বার্তায় লিখেছে, ‘আমরা এ বিষয়টি নিয়েও উদ্বিগ্ন যে, নয়াদিল্লির মতে, উরির পাশের সেনাঘাঁটি আক্রান্ত হয়েছে পাকিস্তানের ভেতর থেকে।’

প্রভাব: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ সুপারপাওয়ারগুলোর কাছে পাকিস্তান বেশ উপকারী মিত্র। ফলে আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য প্রতিপত্তি পেয়েছে দেশটি। দেশটির অর্থনীতি বেশ বাজে পরিস্থিতিতে থাকলেও, কোনো সমস্যা হচ্ছে না।
চীনের দেয়াল: ভারতকে টার্গেট করছে এমন পাকিস্তানি ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘ অবরোধ কমিটিকে ব্যবহারের চেষ্টা চালাচ্ছে ভারত। তবে, এ ধরনের চেষ্টা ক্রমাগত চীনের বাধার মুখে পড়েছে। কূটনীতি ও বুদ্ধিদীপ্ত দেয়া-নেয়ার সম্পর্ক স্থাপনের মাধ্যমে চীনের সমর্থন আদায় করতে না পারলে, পাকিস্তানকে চটাতে চাইবে না বেইজিং।

দু’মুখো যুক্তরাষ্ট্র: অনেক বছর ধরে দু’পক্ষের হয়েই খেলছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে আমেরিকা চটাতে না চাওয়ার অন্যতম কারণ হলো দেশটির ভৌগোলিক অবস্থান। আফগানিস্তানে যতদিন মার্কিন সেনা থাকবে ও যুদ্ধবিধ্বস্ত দেশটিতে যতদিন শান্তি প্রক্রিয়া থমকে থাকবে, যুক্তরাষ্ট্র ততদিন ভারসাম্যের নীতিই বজায় রাখবে।

ওআইসি’র সমর্থন: সব সীমাবদ্ধতা সত্ত্বেও, কূটনীতি ভালোই খেলে ইসলামাবাদ। ইসলামী দেশগুলোর সংগঠন ওআইসি’র সমর্থন ভোগ করছে পাকিস্তান। অবশ্য সংগঠনটির কিছু সদস্যরাষ্ট্র পর্দার আড়ালে ভারতের উদ্বেগ পাকিস্তানকে জানিয়ে থাকে।

(জয়ন্ত জ্যাকব ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকার সাংবাদিক। এ লেখাটি হিন্দুস্তান টাইমসে প্রকাশিত তার বিশ্লেষণীর অনুবাদ।) এমজমিন
২৫ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে