 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : ‘পাকিস্তানের সঙ্গে নিজেদের স্বার্থেই যু্দ্ধ বাধাবে না ভারত। আর পাকিস্তানকে গোটা পৃথিবীতে এক ঘরে করে দেয়ার যে হুমকি ভারত দিয়েছে তাও ফাঁকা আওয়াজ মাত্র।’ কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলার পর ভারতের কড়া জবাবের প্রেক্ষাপটে পাকিস্তানি কূটনীতিবিদরা এমনটাই দাবি করছেন।
পাকিস্তানের ‘ডন’ পত্রিকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিপ্লোম্যাট দাবি করেছেন যে ভারত কখনোই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঝানোর ঝুঁকি নেবে না। কারণ যুদ্ধ বাধলে ভারতের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমনকি পাকিস্তানকে বিশ্বের চোখে বিচ্ছিন্ন করতে গিয়ে আদতে ভারতেরই একঘরে হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
পাকিস্তানের অন্য এক ডিপ্লোম্যাটের কথায়, ‘ভারত ভুল উদাহরণ তুলে ধরছে। ভারতের মনোভাবে সবাই আঘাত পাচ্ছে। ভারত এই পথেই চলতে থাকলে পাকিস্তানের বদলে ওরা নিজেরাই একঘরে হয়ে পড়বে।’ তবে সবাই অবশ্য একমত নন।
জাহিদ হুসেইন নামে এক প্রবীণ পাকিস্তানি সাংবাদিকের কথায়, ‘আমাদের পররাষ্ট্রনীতি খতিয়ে দেখার সময় এসেছে। অর্থনৈতিকভাবে আমরা এমনকি শ্রীলঙ্কা ও বাংলাদেশের থেকেও পিছিয়ে পড়েছি। এভাবে আর কতদিন চলবে?’
২৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম