সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৩৬:০৯

মুসলিমদের ভোটব্যাংক হিসেবে দেখবেন না: মোদি

মুসলিমদের ভোটব্যাংক হিসেবে দেখবেন না: মোদি

আন্তর্জাতি ডেস্ক: ভারতের রাজনীতিতে মুসলিমদের ভোটব্যাংক হিসেবে না দেখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল (রবিবার) দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের কোঝিকোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি দেশের মুসলিম সম্প্রদায়কে কাছে টানতে বিজেপির অন্যতম প্রাণপুরুষ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রসঙ্গ উত্থাপন করেন। এ বিষয়টি নিয়ে সোমবার শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রয়াত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিজের বক্তব্যে মোদি বলেন, ‘দীনদয়াল উপাধ্যায় বলেছেন, মুসলিমদের নীচু মনে দেখা উচিত নয়। তাদেরকেও সমান চোখে দেখা উচিত। ৫০ বছর আগে দীনদয়াল বলেছিলেন মুসলিমদের পুরস্কার দেওয়া কিংবা তিরস্কার করা উচিত নয়, বরং তাদের ক্ষমতায়ন বৃদ্ধির দিকে নজর দেওয়া প্রয়োজন’।
২৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে