আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের উরিতে এক সেনা ক্যাম্পে হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহতের ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততা নাকচ করে দিয়েছেন নিহত হিজবুল মুজাহেদিন কমান্ডার বোরহান ওয়ানির বাবা মোজাফ্ফর ওয়ানি। তার প্রশ্ন, এই হামলা কীভাবে পাকিস্তানের হবে? যে কেউ জঙ্গি হয়ে যখন কাশ্মীরে ঢোকেন তখন তিনি কাশ্মীরি হিসেবেই প্রবেশ করেন।
উরিতে হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততার সম্ভাব্য লিঙ্ক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই হামলা করতে আসা ব্যক্তিরা ভারতীয় মুসলিম হতে পারে, আবার কাশ্মীরি জঙ্গিরা হতে পারে।
কাশ্মীরে বাইরে থেকে হামলা করতে অনুপ্রবেশ প্রসঙ্গে মুজাফ্ফর ওয়ানি বলেন, ভারতীয় বাহিনী সীমান্ত বন্ধ করে রাখার পরেও হামলাকারীরা কোত্থেকে আসছে বা কিভাবে অনুপ্রবেশ করছে তা আমরা জানি না।
সীমান্তে ভারতীয় বাহিনীর কর্মকাণ্ড প্রশ্ন তুলে তিনি বলেন, ভারতীয় সেনারা কী করছে? কীভাবে জঙ্গিরা সীমান্ত থেকে ভেতরে প্রবেশের প্রশয় পাচ্ছে তার ব্যাপারে যদি কোনও প্রমাণ থাকে তবে এর তদন্ত হোক।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি সরকারি স্কুলের অধ্যক্ষ মোজাফ্ফর ওয়ানিভ। তার মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরিদের ব্যাপারে পক্ষপাতমূলক ভূমিকা রাখছেন।
মোজাফ্ফর বলেন, মোদি হিন্দুস্তানের উজিরে আজম। গত দুই মাসে শতাধিক কাশ্মীরি নিহত হয়েছেন। কিন্তু তিনি কারও মৃত্যুর ব্যাপারে শোক প্রকাশ করেননি। তিনি শুধু ভারতীয় সেনাদের নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন।
নিজের ছেলে বোরহান ওয়ানি কাশ্মীরের স্বাধীনতার জন্য নিহত হলেও মোজাফ্ফর চান ভারত-পাকিস্তানের আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান হোক।
তিনি বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে আলোচনাই হলো সবচেয়ে ভালো উপায়। সব ভারতীয়রা এবং পাকিস্তানীরা আমাদের ভাই। আমরা কাশ্মীরিরা তাদের সবাইকে ভালোবাসি।
বোরহান ওয়ানিকে হত্যার ঘটনা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জাতিসংঘ সাধারণ অধিবেশনে উত্থাপন করায় তার প্রশংসা করেন মোজাফ্ফর ওয়ানি। তিনি বলেন, নওয়াজ শরিফ বলেছেন বোরহান হত্যাকাণ্ড কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে করে পাদপ্রদীপে নিয়ে এসেছে, তার এই কথা আমি সমর্থন করি।
বোরহানকে সন্ত্রাসী আখ্যা দেয়ার ব্যাপারে মোজাফ্ফর বলেন, ব্রিটিশদের বিরুদ্ধে যখন ভগত সিং লড়াই করছিল তখন তাকেও সন্ত্রাসী আখ্যা দেয়া হয়েছিল। কিন্তু ভারতীয়রা তাকে স্বাধীনতা যোদ্ধা মনে করতো। যখন কাশ্মীর সমস্যার সমাধান হবে তখন ভারত অনুধাবন করবে যে বোরহানও একজন স্বাধীনতা যোদ্ধা ছিল।
উল্লেখ্য, গত ৮ জুলাই ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হন বোরহান ওয়ানি। এ ঘটনার পর থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘাত ছড়িয়ে পড়েছে। যার জের ধরে শতাধিক কাশ্মীরি নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন।
২৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম