 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : নিঃসন্দেহে রিলায়েন্স জিও টেলিকম ভারতের বাজারে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। রিলায়েন্স জিও-র আনলিমিটেড ট্যারিফ প্ল্যান ঘোষণার পরই প্রতিযোগিতায় নেমে পড়েছে অন্যান্য সার্ভিস প্রোভাইডরগুলি। তারাও মারাত্মক কম খরচে ডেটা এবং ভয়েস প্ল্যান দিতে আরম্ভ করেছে। কে কত কম খরচে কল রেট এবং ডেটা ট্যারিফ দিতে পারে, তারই প্রতিযোগিতা চলছে। তবে এই প্রতিযোগিতায় লড়াই করতে বিএসএনএল যা করল, তা সত্যিই চমকে দেয়ার মতো।
জিও-র সঙ্গে সবথেকে বড় লড়াইটা বোধহয় BSNL-এর-ই হচ্ছে। এই প্রসঙ্গে BSNL-এর ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান অনুপম শ্রীবাস্তব জানিয়েছেন যে, ২০১৭-এর জানুয়ারিতে জিরো ভয়েস ট্যারিফ নিয়ে আসতে চলেছে BSNL। তাদের মতে, রিলায়েন্স জিও-র ১৪৯ টাকার এন্ট্রি প্রাইসের সঙ্গে একমাত্র এই ট্যারিফই প্রতিযোগিতায় নামতে পারে।
যেখানে জিও শুধুমাত্র 4G গ্রাহকদের জন্য অফার নিয়ে এসেছে, সেখানে BSNL 2G 3G 4G সব নেটওয়ার্কেই ট্যারিফ প্ল্যান এনেছে। উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, কেরালা, হরিয়ানা, ওড়িশা এবং পাঞ্জাবে BSNL খুবই জনপ্রিয়। কোম্পানি এই জিরো ভয়েস ট্যারিফের প্রসঙ্গে আরো জানিয়েছে যে, BSNL মোবাইল গ্রাহকদের BSNL ব্রডব্যান্ড কানেকশন যাদের আছে, তারা এই প্ল্যান ব্যবহারের সুযোগ পাবেন।-জিনিউজ
২৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই