আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অনেক বড় বড় নেতার উপরেই জুতা হামলা হয়েছে। এবার ভারতের জাতিয় কংগ্রেস দলের সহ সভাপতি রাহুল গান্ধীকে লক্ষ করে নিক্ষেপ করা হলো জুতা। কংগ্রেস সহ সভাপতি এখন উত্তরপ্রদেশে নির্বাচনের জন্য খাট সভা করছেন সে রাজ্যে। সেই প্রচারের উদ্দেশ্যেই সোমবার সীতাপুরের ট্রান্সপোর্ট ক্রসিং থেকে একটি রোড শো শুরু করেন। এই রোড শো চলাকালীনই আচমকা এক ব্যক্তি তাকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারেন। জুতাটি রাহুলের গায়ে না লাগেলেও পুলিশ সঙ্গে সঙ্গেই গ্রেফতার করে ফেলে অভিযুক্তকে।
জানা গিয়েছে অভিযুক্ত ওই ব্যক্তির নাম হরিওম শর্মা। সূত্রের খবর অনুযায়ী হরিওম একজন স্থানীয় সাংবাদিক। হরিওমের সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্রও পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ওই যুবক রাহুলের এই রোড শো অর্থহীন বলে মনে হয়েছিলেন। সেই জন্যই নাকি তিনি এমন কাণ্ড ঘটিয়েছে।-জিনিউজ
২৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই