সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৫৭:৩০

ফের আমেরিকার স্ট্রিপ মলে বন্দুকধারীর হামলা, আহত ৬

ফের আমেরিকার স্ট্রিপ মলে বন্দুকধারীর হামলা, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : ফের বন্দুকধারীর হামলা আমেরিকার স্ট্রিপ মলে। হিউস্টনের স্ট্রিপ মলে বন্দুকধারী আততায়ীর গুলিতে আহত ৬ জন। হামলাকারীকে পাল্টা গুলি করে নিরস্ত করল পুলিশ।

আজ ২৪ সেপ্টেম্বর সোমবার সকাল ৬-৩০ দিকে হিউস্টনের দক্ষিণ-পশ্চিম প্রান্তে ওয়েসলেয়ান অ্যান্ড বিসোনেট স্ট্রিপ মলে আগ্নেয়াস্ত্র-সহ হামলা করেন এক ব্যক্তি। মলে ঢুকে সে এলোপাথারি গুলি চালালে ৬ জন আহত হন। বন্দুকধারীর ছোড়া গুলি মলের সামনের রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়ির কাচ ফুঁটো করে চলে যায়। তবে এতে কেউ আহত হয়নি।

টুইটারে এই ঘটনার কথা উল্লেখ করে হিউস্টন পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। আহতদের ৩ জনকে সাউথওয়েস্ট মেমোরিয়াল হাসপাতাল, একজনকে বেন ট্রব হাসপাতাল এবং ২ জনকে মেমোরিয়াল হারম্যান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের জখম কতটা গুরুতর, সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি পুলিশ।

এদিন সকাল সাড়ে ছ'টার দিকে মলের ভেতর গুলি চলার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রথম গুলি ছোটে ওয়েসলেয়ান অ্যান্ড বিসোনেট মলের ভেতরে থাকা র‌্যান্ডল গ্রসারি শপের কাছে স্ট্রিপ সেন্টারে। হিউস্টন পুলিশের সহকারী প্রধান রিচার্ড ম্যান জানান, মলের কাছে ল স্ট্রিটে প্রায় ২০ মিনিট ধরে গুলি চলে। পুলিশের গুলিতে নিরস্ত করা হয় হামলাকারী বন্দুকধারীকে। তবে গুলিতে তার মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত ভাবে পুলিশ জানায়নি।

ঘটনার কারণে মল সংলগ্ন রাস্তার একাধিক জায়গা অবরোধ করে পুলিশ। সতর্ক করে দেয়া হয় স্থানীয় বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা ছাত্রছাত্রী এবং আবাসনের বাসিন্দাদের। পুলিশের দাবি, বিশ্ববিদ্যালেয়র পার্কিং লটে আততায়ীর গাড়িটি খুঁজে পাওয়া গিয়েছে। গাড়িটি পরীক্ষা করে দেখছেন বম্ব স্কোয়াডের কর্মীরা।
২৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে