সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১১:০৭:০৩

ব্যাগে স্বামীর দেহাংশ নিয়ে ঘুরছেন স্ত্রী, আটক বিমানবন্দরে

ব্যাগে স্বামীর দেহাংশ নিয়ে ঘুরছেন স্ত্রী, আটক বিমানবন্দরে

আন্তর্জাতিক ডেস্ক : আর পাঁচ জন সাধারণ যাত্রীর মতোই লাগেজ চেক করার জন্য বিমানবন্দরে কাস্টমস অফিসাররা দাঁড় করিয়েছিলেন তাকে। তবে লাগেজ খুলে চক্ষু চরকগাছ তাদের। দুই প্যাকেটের মধ্যে খুব ভালো করে প্যাক করা এক জোড়া অন্ত্র। জেরা করায় ওই মহিলা জানান, এগুলি তার মৃত স্বামীর অঙ্গ।

ঘটনাটি ঘটেছে অস্ট্রিয়ার গ্রাজ বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মহিলা মরোক্কো থেকে অস্ট্রিয়ায় আসেন। রীতি মেনে কাস্টমস চেকিংয়ে তার লাগেজ পরীক্ষা করানোর সময় ওই মহিলাকে আটক করেন কর্তব্যরত অফিসাররা। স্বামীর অন্ত্র এ ভাবে কেন নিয়ে এসেছেন? প্রশ্নের উত্তরে মহিলা জানান, তিনি সন্দেহ করছেন তার স্বামীর মৃত্যু স্বাভাবিক কারণে হয়নি। খাবারে বিষ মিশিয়ে তার হত্যা করা হয়েছে। সে জন্য টক্সিকোলজি করাতে তিনি মৃত স্বামীর অন্ত্র এ দেশে এনেছেন।

সন্দেহজনক ওই মহিলা আপাতত কাস্টমসের জিম্মায় থাকলেও পুলিশকে এ ব্যাপারে এখনো হস্তক্ষেপ করতে বলা হয়নি। ঘটনার সত্যতা যাচাই করার জন্য মরোক্কোর স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হতে পারে।-টাইমস অফ ইন্ডিয়া
২৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে