আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ডাকে সাড়া দেয় না। বদলে উপহার দেয় পাঠানকোট, উরি। জঙ্গিদের মদতদাতা পাকিস্তানকে অবিলম্বে ব্রাত্য ঘোষণা করা হোক। নওয়াজ শরিফের ভাষণের জবাবে জাতিসংঘে বিস্ফোরক সুষমা স্বরাজ।
কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। চিরকাল তাই ছিল এবং থাকবে। কাশ্মীর দখল করার স্বপ্ন দেখা বন্ধ করুন। উরি হামলা থেকে বিশ্বের নজর ঘোরাতে জাতিসংঘের সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাশ্মীর নিয়ে সওয়ালের এমনই আগুনে জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
সোমবার আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে নিশানা করলেন সুষমা। তিনি সাফ জানিয়ে দেন, ২৬/১১-এর মুম্বাই হামলা, পাঠানকোট ও উরিতে সন্ত্রাসের পেছনে একই শক্তি মদত দিয়েছে। সারা বিশ্বে তারাই জঙ্গি কর্মকাণ্ডের মূল সাহায্যকারী। বিশ্ববাসীর কাছে সেই শক্তির পরিচয় ফাঁস করা প্রয়োজন। সন্ত্রাস মানবাধিকারের পরিপন্থী।
তিনি বলেন, 'সন্ত্রাস কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। তার বিরুদ্ধে সম্মিলিত অবরোধ গড়ে তুলতে হবে। বিভেদ ভুলে পরস্পরের হাত ধরতে হবে। কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও তা বার বার প্রত্যাখ্যান করা হয়েছে। এমন রাষ্ট্রকে সরাসরি ব্রাত্য ঘোষণা করা উচিত।'
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'পৃথিবীতে কিছু দেশ আছে, যারা সন্ত্রাসকে মদত দেয়। রাষ্ট্রসঙ্ঘের কাছে তেমন দেশের তালিকা রয়েছে।' এরপর সরাসরি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম করে প্রশ্ন করেন, 'বালোচিস্তানে কী হচ্ছে? শান্তি নিয়ে আলোচনায় আমাদের শর্ত বলতে পাকিস্তান কী বোঝাতে চাইছে? আমরা ওদের যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, গত ২ বছর ধরে বন্ধুর মতো আচরণ করেছি। কিন্তু তার বদলে কী পেয়েছি? পাঠানকোট, উরি?'
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া সন্ত্রাসের জীবাণু সাফ করতে আন্তর্জাতিক নীতি অবলম্বনের পক্ষে এদিন সওয়াল করেন সুষমা। যত দ্রুত সম্ভব এই বিষয়ে পদক্ষেপ জরুরী বলে তিনি জানান। ইন্ডিয়া টাইমস
২৭ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি