সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০২:৫০:০৪

নোবেল পুরস্কার ঘোষণা শুরু হচ্ছে আজ

নোবেল পুরস্কার ঘোষণা শুরু হচ্ছে আজ

আন্তর্জাতিক ডেস্ক : সাধারণত ৬ অক্টোবর নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। তবে এবার এক দিন আগে করা হচ্ছে। আজ ৫ অক্টোবর শুরু হচ্ছে ২০১৫ সালের নোবেল বিজয়ীদের নাম।

বিশ্বখ্যাত সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের স্মৃতির উদ্দেশে ১৯০১ সালে প্রবর্তন করা হয় এ পুরস্কার। প্রথানুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয় বিজয়ীদের নাম ঘোষণা। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিত্সাবিজ্ঞান, শানি্ত ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়।

সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণার দিনক্ষণ অন্য নোবেল পুরস্কারের মতো আগে থেকে জানানো হয় না, এটাই রীতি। তবে অলিখিত একটি ধারা বজায় রেখে সুইডিশ একাডেমি প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার অথবা (ক্ষেত্রবিশেষে) পরের বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে থাকে।

নিয়ম অনুযায়ী, বিজয়ীরা প্রত্যেকে প্রায় ৮০ লাখ সুইডিশ ক্রোনার, একটি সম্মাননাপত্র ও একটি স্বর্ণপদক পাবেন। কোনো বিষয়ে একাধিক বিজয়ী থাকলে তাঁরা প্রাইজমানি সমান ভাগে ভাগ করে নেবেন। আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে