আন্তর্জাতিক ডেস্ক : উত্তপ্ত কাশ্মির ইস্যু নিয়ে ভারত যদি পাকিস্তানে আগ্রাসন চালায় তাহলে দীর্ঘদিনে মিত্র চীন সর্বাত্মকভাবে পাকিস্তানের দিকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবে বলে যে খবর প্রকাশ হয়েছিলো তার কোনো ভিত্তি নেই বলে জানিয়ে দিয়েছে চীন।
দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, পাক-ভারত দ্বন্দ্বে নির্দিষ্ট কোনো একটি দেশের পক্ষে অবস্থান নেওয়ার কথা বলেনি চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং জানিয়েছেন, কাশ্মীর প্রসঙ্গে চীন কোনও পক্ষ নিচ্ছে না। পাকিস্তান ও ভারত, দু’দেশেরই প্রতিবেশী এবং মিত্র হিসেবে আমরা আশা করব, তারা নিজেদের মতভেদ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবে, পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখবে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, সুস্থিতি ও উন্নতির লক্ষ্যে কাজ করবে।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো গত শনিবার জানিয়েছিলো, পাকিস্তানে বহিরাগত আগ্রসন হলে (ভারত পাকিস্তানকে আক্রমণ করলে) চীন পাকিস্তানের পাশে থাকবে বলে লাহোরে চীনা কনসাল জেনারেল য়ু বোরেন আশ্বাস দিয়েছেন।
কাশ্মীর ইস্যুতে সব সময় চীন পাকিস্তানের পক্ষে রয়েছে বলেও নাকি বোরেন মন্তব্য করেছেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী তথা প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফকে বোরেন এই আশ্বাস দিয়েছেন বলে পাক মিডিয়া জানিয়েছিল।
য়ু বোরেনের মন্তব্য প্রসঙ্গে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার জানায়, এমন কোনও আশ্বাসের কথা তার জানা নেই। কাশ্মীর প্রসঙ্গে গেং শুয়াং-এর স্পষ্ট বক্তব্য, ‘এটা একটা ঐতিহাসিক ইস্যু এবং আমরা বিশ্বাস করি সংশ্লিষ্ট সব পক্ষ শান্তিপূর্ণ ভাবে এবং সঠিক পথে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা চালিয়ে এই সমস্যার সমাধান করবে।’
কাশ্মীর নিয়ে উত্তেজনা চরমে পৌঁছনোর পর একাধিক বার পাকিস্তানের মিডিয়া দাবি করে, এই বিরোধে পাকিস্তানের পাশে রয়েছে চীন। তবে এক সপ্তাহের মধ্যে দু’বার বিবৃতি দিয়ে চীন পাক মিডিয়ার সেই দাবিকে মিথ্যা প্রমাণ করে দেয়। - এবিপি নিউজ
২৭ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি