আন্তর্জাতিক ডেস্ক : বাড়িতে গাড়ি নেই। কিন্তু ইচ্ছে আছে গাড়ি চালিয়ে স্ত্রীকে নিয়ে মন্দারমণিতে ঘুরতে যাওয়ার। একটু একান্তে। কিন্তু উপায় কী! কারণ চালক ছাড়া তো আর গাড়ি ভাড়া পাওয়া যাবে না। আর গাড়ি ভাড়ায় নিলে চালক আপনার হাতে স্টিয়ারিংও ছাড়বেন না। অতএব গাড়ি না থাকায় স্বপ্নের অকালমৃত্যু!
এমনটা ভাবলে ভুল করছেন! আপনার কাছে গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলেই এবার ভাড়ায় পাবেন গাড়ি। মানে চালক ছাড়াই। নিজের হাতে স্টিয়ারিং। আর গাড়ি চালিয়ে যতদূর খুশি ঘুরে বেড়ান। শুধু গুনতে হবে ঘণ্টা পিছু টাকা।
ভারতের পশ্চিমবঙ্গের পরিবহণ দফতরের তরফে এবার আনা হচ্ছে রেন্ট আ ক্যাব স্কিম। কমার্শিয়াল লাইসেন্স ছাড়াই ভাড়ায় গাড়ি ছোটাতে পারা যাবে এবার। অনলাইনে করা যাবে ভাড়ার গাড়ি বুক। যে কোনও গাড়ি সংস্থা এই স্কিমের আওতায় গাড়ি ভাড়া খাটাতে পারবেন। তবে পরিবহণ দফতরের ছাড়পত্র নিয়েই৷ আপাতত একটি বেসরকারি সংস্থা এই রেন্ট আ ক্যাব গাড়ি নামাতে চলেছে।
‘মাই চয়েস ডট কম’ লিখে ইন্টারনেটে সার্চ মারলেই আপনার কাছে অপশন আসবে। সেখানেই প্রথমে ভোটার কার্ড বা আধার কার্ডের বিবরণ আপলোড করতে হবে। দিতে হবে ড্রাইভিং লাইসেন্সের নম্বর।
নথিভুক্ত হওয়ার পর ওই সংস্থার তরফেই যোগাযোগ করা হবে আপনার সঙ্গে। নির্দিষ্ট ভাড়ায় মিলবে গাড়ি। তবে চালক ছাড়া গাড়ি ভাড়া নেওয়ায় রেটটা একটু কমই হবে। অবশ্য কী ধরনের গাড়ি আপনি চান, সেই পছন্দ আপনার উপরই ছেড়ে দিচ্ছে ওই সংস্থা।
পরিবহণ দফতরের এক কর্তা জানান, প্রচুর পর্যটক আসেন এ রাজ্যে। যাঁরা বেড়ানোর জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সির থেকে গাড়ি ভাড়া নেন৷ তাতে চালকও থাকেন। ফলে নিজে হাতে আর স্টিয়ারিং ধরা হয় না। তাঁরা এবার নিজেরাই গাড়ি ছুটিয়ে ঘুরে বেড়াতে পারবেন৷ তবে তাঁদের ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে।
পরিবহণ দফতরসূত্রে খবর, এতদিন পর্যন্ত চালক ছাড়া গাড়ি ভাড়া পাওয়া যেত না। যদিও বা কেউ আইন না মেনে পেতেন, সেক্ষেত্রে তাঁকে গাড়ি চালানোর সময় কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স দেখাতে হত। কিন্তু এবার সাধারণ ড্রাইভিং লাইসেন্স দেখিয়েই যে কেউ গাড়ি পেতে পারেন। সেই কারণেই নতুন এই রেন্ট আ ক্যাব স্কিম। -সংবাদ প্রতিদিন।
২৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম