মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ০১:১৮:০৯

লজ্জা ! ভারতে কংগ্রেসের মিছিলে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান ?

লজ্জা ! ভারতে কংগ্রেসের মিছিলে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান ?

আন্তর্জাতিক ডেস্ক: উরিতে  শহীদ  জওয়ানদের শেষ শ্রদ্ধা জানাতে মিছিল বের করা হয়েছিল। আর সেখানেই উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান।  অবাক লাগছে শুনতে ? কিন্তু, সমাচার প্লাস নামে একটি টেলিভিশন চ্যানেল এমনই একটি ভিডিও প্রকাশ করেছে। যা দেখে কপালে ভাঁজ পড়তে শুরু করেছে বিভিন্ন মহলের।

রিপোর্টে প্রকাশ, উরির সেনা ক্যাম্পে হামলায় যে ১৮ জন জওয়ান শহীদ হন, তাঁদের উদ্দেশেই উত্তর প্রদেশের মোরাদাবাদে একটি মিছিল বের করে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। আর সেখানেই নাকি মুহুর্মুহু ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান উঠতে শুরু করে।

যদিও, স্থানীয় কংগ্রেসের এক নেতা বিষয়টি অস্বীকার করেছেন। কিন্তু, সমাচার প্লাস নামে ওই টেলিভিশন চ্যানেল যে ফুটেজটি প্রকাশ করেছে, সেখানে কিন্তু ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে শোনা যায় বেশ কিছু মানুষকে।

বর্তমানে উত্তর প্রদেশে রয়েছেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসের সহ সভাপতিকে উদ্দেশ্য করে সোমবার জুতো ছুঁড়ে মারেন সীতাপুরের এক যুবক। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু, তারপরই কংগ্রেসের মিছিল থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে যে স্লোগান তোলা হয়, তা সত্যিই লজ্জাজনক।

উরি হামলার নিন্দা করে যখন পাকিস্তানকে কূটনৈতিক ভাবে একঘরে করে দেওয়ার চেষ্টা শুরু করেছে ভারত। পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ বলে ঘোষণা করতে যখন মার্কিন কংগ্রেসের দুই সেনেটর বিল পেশ করেন, সেখানে কী করে ভারতের মধ্যেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান ওঠে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।

যদিও, ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি india.com।
২৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে