আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে একঘরে করার যে চেষ্টা ভারত চালিয়েছে তা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দেশটির সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শারতাজ আজিজ।
মঙ্গলবার সিনেটে ভারত-পাকিস্তান সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে চলা আলোচনায় সময় তিনি এ দাবি করেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে করুণ অবস্থা চলছে তা জানিয়ে বিশ্বনেতাদের কাছে পাকিস্তান চিঠিও দিয়েছে বলে জানান পাকিস্তান সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।
শারতাজ আজিজ বলেন, ভারত সরকারের পাকিস্তানকে একঘরে করার চেষ্টা আন্তর্জাতিক অঙ্গণে মুখ থুবড়ে পড়েছে। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৬টি দেশ, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং বিভিন্ন বিশ্ব সংস্থা কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করেছে।
পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে আনা ভারতের সব ভিত্তিহীন অভিযোগও প্রত্যাখ্যান করেছেন তারা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রকৃত অবস্থা অনুধাবনে জাতিসংঘকে প্রতিনিধি দল পাঠানোর সুপারিশ জানানো হয়েছে।
শারতাজ আজিজ বলেন, মোদির সরকার নানা কৌশলে এই অঞ্চলে আধিপত্য কায়েম করার চেষ্টা করছে। কিন্তু পাকিস্তান কখনই এটা মেনে নেবে না। -ডন।
২৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম