আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তৈরি ব্রহ্মস সুপারসনিক এয়ার মিসাইলের শক্তি এতটাই যে বর্তমানে ভারতের থেকে এই ক্ষেপণাস্ত্র কিনতে চাইছে রাশিয়া৷ ভারতীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মসের এয়ার লঞ্চ ভার্সনটি কেনার প্রতি আগ্রহ দেখিয়েছে রাশিয়া৷ বিশেষজ্ঞদের মতে, ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই এয়ার লঞ্চ ভার্সনটি রাশিয়ার তৈরি একই মিসাইলের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী৷ সূত্রের খবর, রুশ ফেডারেশন বিশেষ করে রুশ এরোস্পেস ফোর্সের পক্ষ থেকে ভারতীয় ব্রহ্মস কেনার প্রতি বেশি আগ্রহ দেখান হয়েছে৷ ভারতের এই মিসাইল সম্ভবত ব্যবহার করা হবে সুখোই সু-৩০এসএম মাল্টি রোল যুদ্ধ বিমানে৷
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর, ২০১৭ সালে ভারতীয় বিমানবাহিনী তাদের সু-৩০এমকেআই যুদ্ধ বিমানে ব্রহ্মস মিসাইলের পরীক্ষা চালানের পরে ভারত ও রাশিয়ার মধ্যে এই বিষয়ে দর কষাকষি শুরু হতে পারে৷ এমনকি শোনা গিয়েছে চীন ও পাকিস্তানকে চাপে রাখতে কিছু ব্রহ্মস মিসাইলকে পরমাণু ক্ষমতাশীল করার কথাও ভাবছে ভারতীয় প্রযুক্তিবিদরা৷ সেক্ষেত্রে ভারতীয় বিমানবাহিনীর কিছু যু্দ্ধ বিমানেও প্রযুক্তিগত পরিবর্তন ঘটানো হবে৷ যাতে সেই বিমান গুলি ব্রহ্মস মিসাইল ব্যবহারে সক্ষম হয়ে ওঠে৷
গত জুন মাসের ২৫ তারিখে প্রথমবার ভারতের তৈরি এয়ার টু গ্রাউন্ড ব্রহ্মস-এ মিসাইলের পরীক্ষা চালিয়েছিল ভারতীয় বিমানবাহিনী৷ এরপরে গত অগস্ট মাসে পরমাণু শক্তি সমৃদ্ধ ব্রহ্মস মিসাইলেরও পরীক্ষা চালিয়েছিল বিমানবাহিনী৷ এই দুটি পরীক্ষাই চালানো হয়েছিল রাজস্থানের শ্রীহরিকোটা থেকে৷ যেখানে মূলত পরীক্ষা করা হয়েছিল ব্রহ্মস মিসাইলের অভিঘাতের রেঞ্জের উপর৷ সূত্রের খবর, আগামী নভেম্বর মাসে বঙ্গোপসাগরে আরো একটি পরীক্ষা চালানো হতে পারে৷-কলকাতা২৪
২৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই