সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০৭:৫৯:২২

সফলতা অথবা ধ্বংস: আসাদ

সফলতা অথবা ধ্বংস: আসাদ

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, ইরান, রাশিয়া, ইরাক ও সিরিয়া একসঙ্গে জোট বেঁধে জঙ্গি গোষ্ঠী আইএস-এর বিরুদ্ধে লড়াই শুরু করলে তা সফল হবে। আর এ জোটের সফলতা আসতেই হবে, অন্যথায় পুরো অঞ্চল ধ্বংস হয়ে যাবে।

ইরানের একটি টেলিভশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

ইরান, ইরাক, সিরিয়া ও রাশিয়া মিলে ইরাকে একটি তথ্যকেন্দ্র স্থাপন করেছে যার মাধ্যমে দেশগুলি ইন্টেলিজেন্স ভাগাভাগি করছে।

প্রেসিডেন্ট আসাদ বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরান ও রাশিয়ার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। সেই কারণে নতুন এই জোট সামরিক, নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার বিষয়ে সফল হবে।

তিনি আরো বেলন, বিশ্বের বহু দেশ মনে করছে সন্ত্রাসবাদ এখন ভয়াবহ সমস্যা। তারা প্রকারান্তরে এ জোটের প্রতি সমর্থনের ইঙ্গিত দিচ্ছে। সে কারণে এ জোটের সফল হওয়ার ভালো সুযোগ রয়েছে।
০৫ অেক্টাবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে