আন্তর্জাতিক ডেস্ক : উরি হামলার পর থেকেই ভারতের ভয়ে মহড়া শুরু হয়েছে পাকিস্তান। আর্মি ও এয়ারফোর্স শুরু করেছে উচ্চপর্যায়ের যৌথ মহড়া। জয়সলমীরে ভারতের সীমান্ত থেকে মাত্র ১৫-২০ কিলোমিটার দূরে এই মহড়া চলছে বলে জানা গিয়েছে।
গত ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই মহড়া। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত মহড়া চলবে বলে জানা গিয়েছে। এতে অংশ নেবে ১৫০০০ পাকিস্তানি সেনাবাহিনর সদস্য ও ৩০০ বিমানবাহিনীর সদস্য। এর এই মহড়ার কারণেই সীমান্তে চূড়ান্ত নিরাপত্তা মোতায়েন করেছে বিএসএফ।
সূত্রের খবর, পাক আর্মি বেশ বড়সড় আকারের মহড়া শুরু করেছে। এই মহড়া খতিয়ে দেখতে সীমান্তে পৌঁছেছে পাক আর্মির উচ্চপদস্থ কর্মকর্তারাও। এই মহড়ায় পরীক্ষা করা হচ্ছে নয়া অস্ত্র। বড়সড় ট্যাংক ব্রিগেড নিয়ে সীমান্তের দিকে এগোচ্ছে পাকবাহিনী। জয়সলমীরের বুলজের পাশেই হচ্ছে এই মহড়া। পাকিস্তানের রহিমের খান, ঘোটাকি, শাদি কা বাদ, মীরপুর, মেনথোলো এলাকা জুড়ে চলছে এই মহড়া।
পাক বিমানবাহিনীর মহড়া শুরু হয়েছিল আগেই। উরি হামলার পরেই অপারেশন হাইটেক শুরু করে পাকিস্তান। যার অংশ হিসেবে হাইওয়েতে নামানো হয় পাক বিমানবাহিনীর বিমান।-কলকাতা২৪
২৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই