আন্তর্জাতিক ডেস্ক : নিউ জেনারেশন অ্যাসল্ট রাইফেলের জন্য আবারো বিশ্বব্যাপী খোঁজ শুরু করল ভারত৷ জানা গিয়েছে, মঙ্গলবার তাদের এই প্রজেক্টকে নয়া ভাবে শুরু করেছে কেন্দ্র৷ দশবছর আগেও একই ভাবে শুরু হয়েছিল অ্যাসল্ট রাইফেলের বিশ্বব্যাপী খোঁজ৷ কিন্তু কিছু প্রযুক্তিগত ও আর্থিক কেলেঙ্কারির জন্য বন্ধ হয়ে গিয়েছিল সেই প্রজেক্ট৷
সেনাবাহিনীর সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে ৬৫ হাজারের ও পরবর্তী পর্যায়ে আরো এক লক্ষ বারো হাজার অ্যাসল্ট রাইফেল দরকার ভারতীয় সেনাবাহিনীর৷ কলকাতা২৪-এর এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে জানান হয়েছে, ৭.৬২ মিমি X ৫১ মিমি অ্যাসল্ট রাইফেল দরকার তাদের৷ রাইফেলের সবচেয়ে কম রেঞ্জ হবে ৫০০ মিটার, তাতে থাকবে মাল্টি অপশন টেলিস্কোপিক সাইট৷ এছাড়া থাকছে লেজার টার্গেট পয়েন্টার, হোলো গ্রাফিকসহ বহু চিহ্ন৷
স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে খবর, ২০১৭ সালের এপ্রিল মাসে এই রাইফেল তৈরির জন্য টেন্ডার ডাকতে পারে ভারত৷ প্রধানত, মার্কিন সামরিক অস্ত্র নির্মাণ সংস্থা কোল্ট, ইতালির বেরেট্টা, ইউরোপের সিগ সাউয়ার ও ইজরায়েল ওয়েপন ইন্ড্রাস্ট্রিকে আমন্ত্রণ জানান হয়েছে এই টেন্ডার ডাকার অনুষ্ঠানে৷ দশ বছর আগের টেন্ডার ডাকার অনুষ্ঠানেও হাজির হয়েছিলো এই সংস্থাগুলি৷
২৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই