বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৩০:০৭

'মাই নেম ইজ শের আলি খান, আই অ্যাম নট আ টেররিস্ট'

'মাই নেম ইজ শের আলি খান, আই অ্যাম নট আ টেররিস্ট'

বিনোদন ডেস্ক : 'মাই নেম ইজ সৈয়দ শের আলি খান। আই অ্যাম নট আ টেররিস্ট' মুম্বাই থানার বাইরে এক ব্যাক্তির হাতে ধরা এই প্ল্যার্কাড। অনেকটাই যেন শাহরুখের সিনেমা 'মাই নেম ইজ খানে'র গল্পের মতো। ৩০ বছরের সৈয়দ শের আলি এক প্রকার প্রায় বাধ্য হয়েই সিনেমার ওই বার্তাটিকে প্রতিবাদের মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন। কারণ তার মুখের ছবি ব্যবহার করে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জঙ্গী হিসাবে প্রচার করা হয়েছে।

আর সে কাজটি করেছেন তারই বাড়ির মালিক, এমনটাই তার অভিযোগ। শুধু তাই নয় তাকে দেখতে পেলে যেন পুলিশের হাতে তুলে দেয়া হয় বলেও উল্লেখ করা হয়েছে ওই স্ট্যাটাসে। সৈয়দ শের আলি এই ঘটনাটির বিরুদ্ধে থানায় অভিযোগ জানায়। যদিও প্রাথমিক ভাবে পুলিশ তার অভিযোগ নিতে অস্বীকার করে বলে জানিয়েছেন তিনি।

এই ঘটনার প্রতিবাদে ভিরার থানায় বুধবার নিজের বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ জানায় সৈয়দ শের আলি। ঘটনার সূত্রপাত হয় সৈয়দ যখন বাড়ির রক্ষণা-বেক্ষণের জন্য অতিরিক্ত ২০০০ টাকা দিতে অস্বীকার করে তার বাড়ির মালিক কে। ভিরারের গোপচাদাপাড়ার একটি বাড়িতে পরিবার নিয়ে থাকেন সৈয়দ শের আলি খান। টাকা দিতে অস্বীকার করায় বাড়ির মালিক হোয়াটসঅ্যাপে সৈয়দের ছবি জঙ্গী হিসাবে ছেড়ে দেন। পুলিশের হাতে তুলে দিতে বলেন।

আর তারপর থেকেই আশপাশের প্রতিবেশীরা সৈয়দের দিকে সন্দেহের চোখে তাকাতে থাকেন। এই ঘটনায় বেজায় অপমানিত সৈয়দ থানায় অভিযোগ জানানোর পর, প্ল্যার্কাড হাতে নিয়ে পরিবারসহ রাস্তায় এসে প্রতিবাদ জানায়। যদিও ভীর থানার পুলিশ এই বিষয়ে কোনো মন্তব্যই করতে রাজি হননি। শুধু জানিয়েছেন তদন্ত চলছে।-টাইমস অফ ইন্ডিয়া
২৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে