আন্তর্জাতিক ডেস্ক : ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু-কাশ্মীরের পুঞ্চ আর স্বজীবন সেক্টরে ভারতীয় সেনাছাউনি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক সেনারা।
পালটা জবাব দিচ্ছে ভারতের সেনাবাহিনীও। উরির ঘটনাকে কেন্দ্র করে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে, ঠিক তখনই আবার প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলি চালায় পাক রেঞ্জার্সরা।
দিন দশেকের মধ্যে গোলাগুলির ঘটনা এ নিয়ে দ্বিতীয়বার। উরির ঘটনার পরেও অনুপ্রবেশকারীদের কাশ্মীরে ঢোকানোর চেষ্টা একাধিকবার করেছে পাক সেনাবাহিনী।
কিন্তু ভারতীয় সীমান্ত প্রহরীরা সতর্ক থাকায় কেউ ঢুকতে পারেনি। বিশেষজ্ঞদের মতে, হতে পারে আবারো জঙ্গি ঢোকানোর লক্ষ্যেই পাক সেনাবাহিনী গোলাগুলি চালাতে আরম্ভ করেছে।
নয়তো তারা ভারতের সেনাবাহিনীর স্নায়ু ও ধৈর্য পরীক্ষা নিচ্ছে। একবার তাদের প্ররোচনায় পা দিয়ে যদি ভারতের জওয়ানরা পাক এলাকায় ঢুকে পড়ে তাহলেই ইসলামাবাদ ভারতকে আক্রমণকারী হিসেবে দাগিয়ে আন্তর্জাতিক স্তরে শোর মাচিয়ে দেবে।
বুধবার রাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যখন এ গোলাগুলির ঘটনা ঘটে ঠিক তার আগেই সেনাপ্রধানসহ প্রতিরক্ষা উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
সেখানেই ভারতকে প্ররোচিত করার কোনো গেমপ্ল্যান ছকা হয়েছিল কি-না তা এখনো জানা যায়নি।
এটুকু জানা গেছে যে, উরিতে যারা হামলা চালিয়েছিল, সেই জয়েশ জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরে নিয়মিত আনাগোনা ছিল পাক সেনাবাহিনীর অফিসারদের।-কলকাতা২৪
২৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম