আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাক যুদ্ধের আবহে দেশের সেনাপ্রধানের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বৈঠকে উপস্থিত রয়েছেন এনএসএ নাসির জানজুয়া এবং পাক বিদেশমন্ত্রকের মুখ্য উপদেষ্টা সারতাজ আজিজ।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনেই এই অন্তত্য জরুরি এই বৈঠক চলছে। যদিও কি নিয়ে এই বৈঠক চলছে তা এখনও জানা যায়নি। তবে সূত্রে খবর, সন্ত্রাসবাদ ইস্যুতে বিশ্বের কাছে রীতিমত কোনঠাসা পাকিস্তান।
ভারত সীমান্তই হোক আর দেশে জঙ্গিঘাটিগুলি গুঁড়িয়ে দিতে বারবার ইসলামাবাদের উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা। এমনকি, সার্ক সম্মেলন এখনও পর্যন্ত বাতিল হয়ে যাওয়ার জোর সম্ভাবনা। ফলে চাপ আরও বেড়েছে পাক প্রধানমন্ত্রীর উপরে। সেখানে দাঁড়িয়েই এই জরুরি বৈঠক বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
অন্যদিকে, উরি জঙ্গি হামলার বদলা নিতে ভারত-পাক সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারত। মুহুর মুহুর চলছে মহড়া। সেখানে ভারতের প্রত্যাঘাতের ভয়ে তৈরি হচ্ছে পাকিস্তানও। কার্যত এই অবস্থায় ভীত পাক সামরিক আধিকারিকদের দাবী, ভারতের উপর প্রতি মুহূর্তের কড়া নজর রাখা হচ্ছে। যে কোনও মুহূর্তে জবাব দিতে তৈরি পাক সেনাও। ফলে এই বিষয়ে সেনাপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা করতে পারে বলেও মনে করা হচ্ছে।-কলকাতা২৪
২৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ