আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে নিয়ে আবার তুমুল ঝড় উঠেছে টুইটারে। বেশির ভাগটাই সমালোচনার। উরি হামলার ঘটনা নিয়ে সংবাদপত্রে প্রকাশিত একটি প্রবন্ধকে প্রকাশ্যেই সমর্থন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
ওই প্রবন্ধটি নিয়ে কেজরীওয়াল রীতিমতো টুইট করে বলেছেন, ‘অসাধারণ লেখা!’ এখানেই থেমে যাননি দিল্লির মুখ্যমন্ত্রী। তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘উরি হামলার ঘটনার পর পাকিস্তানের চেয়ে মনে হচ্ছে, ভারতই বেশি করে আন্তর্জাতিক অঙ্গনে এক ঘরে হয়ে গিয়েছে।’
সমালোচকদের বক্তব্য, উরি হামলার পর এই ধরনের মন্তব্য করাটা উচিত হয়নি দিল্লির মুখ্যমন্ত্রীর। যদিও কেজরী-শিবিরের বক্তব্য, নিজের দেশের সরকারের কাজকর্মের সমালোচনা করলেই তা দেশবিরোধী হয়ে যায় না। বরং ‘মেকি দেশপ্রেমে’র মোড়কে সত্যটাকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
কেজরীওয়ালের ওই টুইট নিয়ে বুধবার দিনভর সমালোচনার ঝড় বয়ে যায় টুইটারে। মিনাজ মার্চেন্ট টুইটারে কেজরীর মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘ওই প্রবন্ধটির চেয়েও যেটা বেশি অপ্রীতিকর ঠেকেছে, তা হল- কেজরীওয়ালের সাবাশি।’
২৯ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি