আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দেশে ফিরিয়ে দেওয়ার তুরস্কের অনুরোধের ব্যাপারে কয়েকদিনের মধ্যে সাড়া দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তুরস্কের বিচারমন্ত্রী বেকির বজডাগ গতকাল বুধবার একথা বলেছেন।
গত ১৫ জুলাই তুরস্কে অভ্যুত্থানের পেছনে গুলেনের হাত রয়েছে বলে দাবি করে আসছে সেদেশের সরকার। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বসবাস করেন ফেতুল্লাহ গুলেন (৭৫)। প্রেসিডেন্ট এরদোগান সরকার চাচ্ছে তাকে দেশে এনে বিচার করতে। তবে গুলেন অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
ওয়াশিংটন বলেছে, তারা আংকারাকে গুলেনের ব্যাপারে সহায়তা করছে। তবে তাকে বহিষ্কার করার আগে আইনি প্রক্রিয়ার জন্য তাদের সময়ের প্রয়োজন। এজন্য আঙ্কারাকে ধৈর্যধারণ করতে হবে।
২৯ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি