বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৫৫:২৬

‘পরমাণু হামলা করে ভারতকে ধ্বংস করে দেয়া হবে’

‘পরমাণু হামলা করে ভারতকে ধ্বংস করে দেয়া হবে’

আন্তর্জাতিক ডেস্ক: এবার ভারতকে আক্রমণের আরেক হুঙ্কার। পরমানু হামলা করার হুমকি দিল পাকিস্তান। তাতে ভারত ধ্বংস হয়ে যাবে, এমন দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর।

এক বেসরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দেয়ার সময় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজ আসিফের হুমকি, “শো কেসে সাজিয়ে রাখার জন্য পরমাণু বোমা বানায়নি পাকিস্তান। তিনি বলেন, আমাদের উপর হামলা করার সাহস দেখালে ভারতকে ধ্বংস করে দেওয়া হবে।”

তিনি আরো বলেন, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ভারত হামলা চালালে তার পালটা জবাব দিতে প্রস্তুত পাকিস্তানের বিমান বাহিনীও।

কাশ্মির প্রসঙ্গও তুলেছেন। প্রতিরক্ষামন্ত্রীর দাবি, কাশ্মির ইস্যুতে ভারত কারোর থেকে কোনো সমর্থন পায়নি। অন্যদিকে চীন পাকিস্তানের পাশে আছে।

সেদিন উরির সেনা হেডকোয়ার্টারে হামলা ভারতেরই পরিকল্পনামাফিক হয়েছে বলেও দাবি করেন খাওয়াজ আসিফ। কাশ্মির থেকে বিশ্বের নজর সরাতে ভারত নিজেই এই হামলা চালিয়েছে বলে দাবি তার।
২৯ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে