সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ১১:০৫:২১

রাজীব গান্ধীকে হটাতে ষড়যন্ত্র হয়েছিল

রাজীব গান্ধীকে হটাতে ষড়যন্ত্র হয়েছিল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর সরকারকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র হয়েছিল। ১৯৮৭ সালের ওই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন দেশটির তখনকার সেনাপ্রধান জেনারেল কৃষ্ণস্বামী সুন্দরজী ও উপ-সেনাপ্রধান লে. জেনারেল এস এফ রদ্রিগেজ।

লে. জেনারেল পি এন হুন নামে দেশটির সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ওয়েস্টার্ন কমান্ডের একজন আর্মি কমান্ডার তার এক বইয়ে এমন দাবি করেছেন। 'দ্য আনটোল্ড ট্রুথ' নামে তার লেখা বইটি সম্প্রতি প্রকাশিত হয়।

বইটিতে পি এন হুন দাবি করেন, ওয়েস্টার্ন কমান্ডের একটি ব্যাটালিয়নসহ তিনটি প্যারা-কমান্ডো ব্যাটালিয়নকে তখন দিলি্লতে অ্যাকশনে যাওয়ার জন্যও বলা হয়েছিল।

কংগ্রেসের তৎকালীন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ যাদের সঙ্গে রাজীব গান্ধীর সুসম্পর্ক ছিল না তাদের সঙ্গে যোগসাজশে সেনাবাহিনী এ ষড়যন্ত্র করেছিল।

তবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থেকে দেশ চালানোর ক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে যাবে এই ভয়ে শেষ পর্যন্ত সেনা অভ্যুথান সফলতার মুখ দেখেনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
০৫ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে