বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ০২:২২:৪১

পাক-ভারত উত্তেজনা, ভারতে আসছে ৩৩০ কোটির যুদ্ধ-সামগ্রী

পাক-ভারত উত্তেজনা, ভারতে আসছে ৩৩০ কোটির যুদ্ধ-সামগ্রী

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরে ব্যবহারের জন্য ভারতে আসছে ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম। এই সব অস্ত্র কেনার প্রস্তাবে সায় দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৯০০ কোটি টাকার সামগ্রী কেনার প্রস্তাবে ছাড়পত্র মিলেছে, যার মধ্যে আছে জম্মু ও কাশ্মীরের জন্য ৩৩০ কোটি টাকা মূল্যের ইলেকট্রনিক যুদ্ধসামগ্রী।

উরির  সেনাঘাঁটির ওপর নজিরবিহীন সন্ত্রাসবাদী হামলার দশদিনের মাথায় এহেন সিদ্ধান্তকে গভীর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরে সংঘর্ষে ব্যবহারের জন্য জ্যামার ও অন্যান্য নিরাপত্তা সিস্টেম সংগ্রহের প্রক্রিয়াও চলছে। ডিএসি ৪০৫ কোটি টাকা দামে সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য অ্যান্টি-ট্যাঙ্ক চালিত সরঞ্জাম কেনার প্রস্তাবও অনুমোদন করেছে।

মুম্বইয়ের নৌ ডকইয়ার্ডে স্করপিয়ন সাবমেরিনের মেরামতির ঘাঁটি তৈরির প্রস্তাবও ছাড় পেয়েছে বৈঠকে। এতে খরচ হবে ৭১৫ কোটি টাকা, জানিয়েছে প্রতিরক্ষা সূত্র। প্রসঙ্গত, ফরাসি অস্ত্রনির্মাতা সংস্থা ডিসিএনএসের সঙ্গে ২০০৫ –এর অক্টোবরে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে ভারতের। যৌথভাবে ৬টি স্করপিয়ন সাবমেরিন তৈরি হবে। ভারতীয় নৌবাহিনীর প্রজেক্ট ৭৫-এর আওতায়  মুম্বইয়ের এমডিএল ডকইয়ার্ডে তৈরি হচ্ছে সাবমেরিনগুলি। -কলকাতা২৪।
২৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে