আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ-যুদ্ধ আবহাওয়ার মধ্যে ভারত জানিয়ে দিল, সার্জিক্যাল অ্যাটাক চালানো হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে। জঙ্গিদের হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
কি এই ‘সার্জিক্যাল স্ট্রাইক’?
‘সার্জিক্যাল স্ট্রাইক’, আসলে একধরনের যুদ্ধ। শত্রুপক্ষের উপর অতর্কিত হামলা চালাতে এই পন্থা নিয়ে থাকে বিশ্বের সব দেশের সেনাবাহিনী। শত্রুদের আস্তানায় অভিযান চালিয়ে শত্রুপক্ষকে হত্যা করে ফের নিজের ঘাঁটিতে ফিরে আসে সেনাবাহিনী। সবটাই হয় খুব অল্প সময়ের মধ্যে। আর সেইসঙ্গে সেনাবাহিনীর যাতে কোনো ক্ষতি না হয়, সেই ব্যাপারে সবরকমের সতর্কতা নিয়েই চালানো হয় এই অভিযান।
তাই এই ধরনের অভিযানের ক্ষেত্রে অত্যন্ত সন্তর্পণে পরিকল্পনা করতে হয়। কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সঠিক নিশানায় আঘাত করতে প্রয়োজন হয় একেবারে গোপন ছক। পাকিস্তানে এই সার্জিক্যাল অ্যাটাকের আগে মায়ানমারে এই ধরনের অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। ৭০ জন কমান্ডো সেই অভিযানে অংশ নেয়। হত্যা করা হয় ৩৮ জন নাগা জঙ্গিকে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সেনা সার্জিক্যাল অ্যাটাকের উপর ভরসা রাখে।-কলকাতা২৪
২৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই