সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০১:২২:২৬

কুন্দুজ পুনর্দখল করেছে তালেবান

কুন্দুজ পুনর্দখল করেছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক : আফগানের উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর কুন্দুজের বিশাল অংশ পুনর্দখল করেছে তালেবান। দেশটির সৈন্যদের বিরুদ্ধে কয়েকদিনের তুমুল লড়াইয়ের পর তারা আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

রবিবার সকালের দিকে সরকারি সৈন্যরা দাবি করেছিল যে তারা কুন্দুজের কিছু অংশ পুনর্দখল করতে সক্ষম হয়েছে। তবে এটা ছিল ক্ষণস্থায়ী।

তালেবানদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালালেও তা কাজে আসেনি।

স্থানীয় রবিবার সন্ধ্যায় তালেবানরা পাল্টা আক্রমণ শুরু করে এবং যেসব স্থানে সরকারি সেনারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল সেখান থেকে তাড়িয়ে দেয়।

কুন্দুজের বাসিন্দারা বলছেন, লড়াইয়ে শতাধিক লোক নিহত হয়েছেন। তবে লড়াইয়ের কারণে নিহতের সঠিক সংখ্যা জানা কঠিন। ছবিতে দেখা যাচ্ছে রাস্তায় মরদেহ পড়ে রয়েছে।

আফগান নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, তারা নেতৃত্ব এবং সমন্বয় সংকটে ভুগছেন। এমনকি ৭০০০ সেনা মোতায়েন করেও সরকার কৌশলগতভাবে শহরটি পুনর্দখল করতে পারেনি।

এর আগে গত সোমবার কুন্দুজ দখল করে তালেবানরা। এটি ছিল প্রেসিডেন্ট আশরাফ গনির জন্য একটি বড় ধাক্কা।

২০০৩ সালে ক্ষমতা থেকে উৎখাতের পর তালেবানরা এই প্রথম কোনো শহর দখল করল। সূত্র: আল জাজিরা
০৫ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে