সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০৬:০০:১৫

মুসলমানদের ধর্মীয় পোশাক-কার্যক্রম নিষিদ্ধের দাবি বৌদ্ধধর্ম গুরুর

মুসলমানদের ধর্মীয় পোশাক-কার্যক্রম নিষিদ্ধের দাবি বৌদ্ধধর্ম গুরুর

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের এক উগ্র বৌদ্ধ ধর্ম গুরু সেদেশের সরকারের মুসলিমবিরোধী নীতির প্রতি সমর্থন জানিয়েছেন।  একইসঙ্গে তিনি ডেমোক্রেসি ফর ন্যাশনাল মুভমেন্ট পার্টিরও বিরোধিতা করেছেন।

মিয়ানমারের উগ্র বৌদ্ধ ধর্ম গুরু অশিন ভিরাতু ৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রতি সমর্থন জানিয়ে দাবি  করেছেন, অন সাং সুকির নেতৃত্বে ডেমোক্রেসি ফর ন্যাশনাল মুভমেন্ট পার্টির বিজয়ের সম্ভাবনা নেই।

৪৮ বছর বয়সী এই উগ্র বৌদ্ধ ধর্ম গুরু মুসলিমবিরোধী অবমাননাকর বক্তব্য দেয়ার অপরাধে প্রায় ১০ বছর কারাভোগ করেন।

মিয়ানমারে এ বৌদ্ধ নেতা মুসলমানদের ধর্মীয় পোশাক এবং তাদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন নিষিদ্ধ করার আহবান জানিয়েছেন।  বলা হয়, ২০১২ সালে মিয়ানমারে মুসলমানদের বিরুদ্ধে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যে সহিংসতা চালিয়ে আসছে তার পেছনে অশিন ভিরাতুসহ অন্যান্য উগ্র বৌদ্ধ ধর্মগুরুদের ইন্ধন রয়েছে।

মুসলিমবিরোধী দাঙ্গার ফলে এ পর্যন্ত হাজার হাজার নিরীহ মুসলমান নিহত এবং লাখ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে।  সূত্র : রেডিও তেহরান
৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে