আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আখ্যা দিতে অনলাইনে যুক্তরাজ্য সরকার বরাবর যে পিটিশন দাখিল হয়েছিল তা খারিজ করে দেওয়া হয়েছে। সরকারের পিটিশন সাইটে বলা হয়েছে, এ বিষয়ে ‘ব্রিটিশ সরকার কী করতে পারে, তা পিটিশনে পরিষ্কার নয়।’
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে গত ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়। ওই হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য সরকার বরাবর অনলাইনে পিটিশনটি করা হয়।
সেটির জবাবে সরকার জানায়, ‘ব্রিটিশ সরকার কোনও দেশকে সন্ত্রাসী বা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আখ্যা দেয় না। তবে পাকিস্তানের কর্মকাণ্ড নিয়ে আবেদনকারীদের উদ্বেগ সম্পর্কে ব্রিটিশ সরকার কী পদক্ষেপ নেবে, তা জানার আবেদন করলে সরকার তার অবস্থান ব্যাখ্যা করবে।’
এদিকে পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদদদাতা আখ্যা দিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়রা হোয়াইট হাউসে একটি পিটিশন দাখিল করেছে। যুক্তরাষ্ট্রের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের গবেষক আঞ্জু প্রীত তার ফেইসবুকে লিখেছেন, 'আমরা এই পিটিশনে কমপক্ষে ১০ লাখ স্বাক্ষর না হওয়া পর্যন্ত থামবো না।' পিটিশনে এরই মধ্যে ৫ লাখ স্বাক্ষর পড়েছে।
এদিকে সেখানে বসবাসরত পাকিস্তানিরাও তাদের দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ উসকে দেওয়ার অভিযোগে ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিতে পাল্টা পিটিশন দাখিল করেছে হোয়াইট হাউসে। রবিবার (২ অক্টোবর) পর্যন্ত তাতে ৫০ হাজারের মতো স্বাক্ষর জমা পড়েছে। ২৭ অক্টোবর পর্যন্ত ওই পিটিশনে স্বাক্ষর করা যাবে।
হোয়াইট হাউসের পিটিশনের নিয়ম অনুযায়ী, এক লাখ স্বাক্ষর জমা পড়লেই ৯০ দিনের মধ্যে ওবামা প্রসাশনকে আনুষ্ঠানিকভাবে পিটিশনের জবাব দিতে হয়। -বাংলা ট্রিবিউন।
০৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম