সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০৬:৩৩:০৬

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরে ছত্রাক জনিত রোগ (প্যারাসাইটিক ডিজিজ) রোগের ওষুধ বের করে চিকিৎসায় নোবেল পেয়েছেন যৌথভাবে তিন বিজ্ঞানী। আর তারা হলেন মধ্যে আইরিশ উইলিয়াম সি ক্যাম্পবেল ও জাপানি সাতোশি ওমুরা নোবেল পেয়েছেন গোলকৃমির পরজীবী সংক্রমণের চিকিৎসায় নতুন একটি ওষুধ তৈরির জন্য। আর চীনা বিজ্ঞানী ইউইউ টু নোবেল জিতে নিয়েছেন ম্যালেরিয়ার চিকিৎসা নিয়ে কাজের জন্য।

নোবেল কমিটির তরফ থেকে বলা হয়েছে, এই তিন বিজ্ঞানীর উদ্ভাবন পৃথিবীর লাখ লাখ মানুষের জীবন বদলে দিয়েছে। নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লক্ষ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন এই তিন বিজ্ঞানী। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

ম্যালেরিয়ার ওষুধ আরো কার্যকরভাবে ব্যবহার করার পদ্ধতি আবিষ্কারের জন্য ৮৫ বছর বয়সী চীনা বিজ্ঞানী তু ইউইউকে এই পুরস্কারের জন্য মনোনীত করে নোবেল কমিটি। তিনি ‘চাইনা অ্যাকাডেমি অব ট্রাডিশনাল চাইনিজ মেডিসিন’-এর বিজ্ঞানী।

তার সঙ্গে যৌথভাবে পুরস্কার পান আরো দুজন। তারা হলেন নিউ জার্সির ড্রিউ ইউনিভার্সিটির বিজ্ঞানী ৮৫ বছর বয়সী উইলিয়াম ক্যাম্পবেল (আইরিশ বংশদ্ভূত জাপানি নাগরিক) ও জাপানের কিতাসাতো ইউনিভার্সিটির সাতোশি (৮০)। কেঁচোকৃমির মাধ্যমে যে ইনফেকশন ছড়ায় তার প্রতিরোধক আবিষ্কার করেছেন তারা।

আজ সোমবার সুইডেনের নোবেল অ্যাসেম্বলি এই পুরস্কার ঘোষণা করে। এরপর মঙ্গলবার পদার্থ, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি এবং ১২ অক্টোবর সোমবার অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
০৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে