সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ১১:৫৫:২৫

পাকিস্তানের প্রত্যেক শিশু ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে তৈরি!

পাকিস্তানের প্রত্যেক শিশু ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে তৈরি!

আন্তর্জাতিক ডেস্ক: আবারও পাকিস্তানকে হুমকি নিয়ে ভারতে উড়ে গেল এক কবুতর। সঙ্গে উর্দুতে লেখা এক চিঠি। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যই পাঠানো হয়েছে সে চিঠি। আর সে চিঠিতেই জানানো হয়েছে, পাকিস্তানের এই মনোভাবের কথা। খবর সংবাদ প্রতিদিন

যে পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হানা হয়েছিল, সেখানেই দেখা গেল এক পায়রাটিকে। এর আগেও পায়রার মাধ্যমে হুমকি  দিয়েছে পাকিস্তান। পাঠানো হয়েছে বেলুনও৷ আবারও পায়রা পাঠিয়ে হুমকি দেওয়া হল। মোদিকে লেখা এই উর্দু চিঠিতে লেখা হয়েছে, ভারত যেন পাকিস্তানকে সেই ১৯৭১-এর দেশের মতো ভেবে না বসে।
সেই পরিস্থিতি এখন অনেক বদলে গিয়েছে৷ কেননা এখন দেশের প্রত্যেকটি শিশু ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে তৈরি। বারামুলায় পাক জঙ্গি হানা ও গুরুদাসপুরে অনুপ্রবেশের পর পাকিস্তানের মনোভাব যে কী তা যেন এই হুমকি চিঠিতে জানানো হল।
০৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে