আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার ভোর ৫টা থেকে জম্মুর রাজৌরিতে মর্টার হামলা শুরু করেছে পাক সেনা। নিয়ন্ত্রণরেখা বরাবর রাজৌরির নৌসেরা সেক্টরে চলছে এই হামলা। সোমবার পাক সেনা অন্তত ৪বার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, তাদের মুখের মত জবাব দিয়েছে ভারতও। সেনা জানিয়েছে, নৌসেরার কালসিয়া এলাকা টার্গেট করে গোলা ছুঁড়ছে শত্রুপক্ষ।
সোমবারই ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিজেদের মধ্যে কথা বলে উত্তেজনা কমানোর চেষ্টার পক্ষে সওয়াল করেন। কিন্তু পাকিস্তানের হাবভাবে পরিষ্কার, সার্জিক্যাল স্ট্রাইকের অপমান সহজে ভুলবে না তারা।-এবিপি আনন্দ
৪ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস