আন্তর্জাতিক ডেস্ক : চলছিল ভোজসভা। তার মধ্যেই আইএস প্রধান আবু বকর আল-বাগদাদী এবং তার ঘনিষ্ঠ তিনজন আইএস অফিসিয়ালদের খাবারে মিশিয়ে দেওয়া হয় বিষ। ইরাকি নিউজ এজেন্সি ডব্লিউএএ সূত্রের খবর, ভোজের খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে ওই চারজন। তার পর চারজনকেই একটি নিরাপদ ঘাঁটিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শোনা যাচ্ছে বাগদাদী-সহ চারজনই খাবারে বিষক্রিয়ার ফলে ঘোরতর অসুস্থ তবে প্রাণে বেঁচে যাবে কি না তা এখনও জানা যায়নি। যদি তেমন আশঙ্কাজনক অবস্থাও থাকে তবে সেটা এখনই ফাঁস করবে না আইএস কারণ এইভাবে জঙ্গিপ্রধানের মৃত্যু হলে টলে যাবে আইসিসের ভিত। কিন্তু প্রশ্ন হল, বিষটা খাওয়ালো কে? আইএস-বিরোধী কোনও গোষ্ঠী জঙ্গিদের মধ্যে ছদ্মবেশে মিশে গিয়ে এই কাণ্ডটি করল নাকি দীর্ঘদিন ধরে আইসিসের বর্বরতা অসহ্য হয়ে উঠেছে তাদের নিজেদের অনুগামীদের মধ্যেই? -এবেলা।
০৪ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম