আন্তর্জাতিক ডেস্ক: কবুতরের মুখে করে পাঠানো প্রেমপত্রের কথা শুনেছেন কিন্তু শত্রুর হুমকির চিঠি? এবার পাকিস্তান থেকে তেমনই এক হুমকি চিঠি নিয়ে এল এক পাকিস্তানি পায়রা। ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তাপের মধ্যেই এক নতুন কায়দায় ভারতকে হুমকি চিঠি। আর সেই চিঠির বক্তব্য ভারতের পক্ষে যথেষ্ট অপমানজনক। এবেলার এক প্রতিবেদনে এই খবর জানা যায়।
গত রবিবার পঞ্জাবের বামিয়াল সেক্টরে বিএসএফ জওয়ানদের হাতে পায়রাটি ধরা পড়ে। সেই পায়রার কাছে পাওয়া যায় একটি কাগজের টুকরো, যাতে উর্দুতে লেখা মোদী সরকারের বিরুদ্ধে মারাত্মক হুঁশিয়ারি বার্তা। পায়রাটিকে আটক করেছে পুলিশ।
সীমানা টপকে ভারতীয় সেনাঘাঁটিতে আক্রমণ করেই ক্ষান্ত থাকছে না পাকজঙ্গিরা। উত্তর পঞ্জাবের পাঠানকোটে গত জানুয়ারি মাসেই বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা চালায় পাকজঙ্গিরা। সেই সেনা ছাউনির কাছেই ধরা পড়ে পায়রাটিকে। তার সঙ্গে যে কাগজের টুকরোটি পাওয়া যায় তাতে উর্দু ভাষায় লেখা ‘মোদী, আমরা এখন আর ১৯৭১ সালের অবস্থায় নই। এখন প্রতিটি শিশু ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত।’
উল্লেখ্য, ১৯৭১ সালে শেষ বার ভারত ও পাকিস্তানের মধ্যে পুরোপুরি যুদ্ধ হয়। ৭১ সালের ২৫ মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে আক্রমণ চালায়। শুরু হয় বাঙালি নিধন যজ্ঞ।
পরিকল্পিত গণহত্যার মুখে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে হাহাকার শুরু হয়ে যায়। প্রায় ১ কোটি মানুষ ভারতে আশ্রয় নেয়। পাক সেনার বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালাতে তৈরি হয় মুক্তিবাহিনী। তখনই অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সাহায্য নিয়ে এগিয়ে যায় ভারত। এর পরেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
কিন্তু ভারতীয় সামরিক বাহিনীর হাতে পর্যুদস্ত হয় পাক সামরিক বাহিনী। শেষে ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তান প্রায় ৯৩ হাজার সৈন্যসহ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।
সেই হারের লজ্জা যে এখনও পাকিস্তান ভোলেনি, পায়রার মুখে করে আসা চিঠির বক্তব্যে সেটাই স্পষ্ট। ভারত অবশ্য এই চিঠিকে খাটো করে দেখছে না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই চিঠি পাঠানোর পিছনে লস্কর-এ-তইবা রয়েছে। ইতিমধ্যেই এ ব্যাপারে খোঁজ-খবর শুরু করেছে পঞ্জাব পুলিশ ও বিএসএফ।
০৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/ফিরোজ/এফএ