বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ০৮:২২:৫৩

এবার বড়সড় আঘাত হানতে চলেছে রাশিয়া!

এবার বড়সড় আঘাত হানতে চলেছে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক: আইএস দমনে আরও আক্রমনাত্বক হচ্ছে রাশিয়া। আর সেই কারণে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সিরিয়ায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ মোতায়েন করেছে। মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজে তিন সেনা আধিকারিক এমনটাই জানিয়েছেন। যদিও তাদের পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। পুরোটাই গোপনীয় রাখা হয়েছে। তবে রাশিয়ার এই সিদ্ধান্তকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তজার্তিকমহল।

ফক্স নিউজে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, সিরিয়ার উপকূলীয় নগরী তারতুসের রুশ নৌঘাঁটিতে এস-৩০০ ব্যবস্থা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী এই প্রথম নিজ দেশের বাইরে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলেও ওই প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। যদিও এই বিষয়ে পুরোপুরি স্পিকটি নট রাশিয়া। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে সেনা আধিকারিকরাও কোনও মন্তব্য করতে চাননি বলেই সংবাদমাধ্যমে দাবী করা হয়েছে।

উল্লেখ্য, সিরিয়ার যুদ্ধবিরতি নিয়ে আমেরিকা রাশিয়ার সঙ্গে আলোচনা বন্ধ করে দিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার একদিন পরই এস-৩০০ মোতায়েনের খবর জানানো হলো। রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কাছে এসএ-২৩ গ্ল্যাডিয়েটর নামে পরিচিত। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাল্লা দেড়শ’ মাইল।-কলকাতা২৪
০৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে