আন্তর্জাতিক ডেস্ক: এক রাতের মধ্যে জম্মুর একাধিক স্থানে সীমা লঙ্ঘন করছে পাক সেনা৷ জম্মুর নউশেরা সেক্টরের কালসিয়ানে ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে পাক সেনা৷ এছাড়া কাশ্মীর উপত্যকার কুলগাওয়ের ইয়ারিপোরা পুলিশ স্টেশনও হামলা চালিয়েছে পাক মদত পুষ্ট জঙ্গিরা৷-কলকাতা২৪
০৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস