বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ১১:৫১:৫৯

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলায় কেজরিওয়ালের একি হাল! কারা ঘটাল এই কাণ্ড?

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলায় কেজরিওয়ালের একি হাল! কারা ঘটাল এই কাণ্ড?

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রীর কাছে সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ দেখিয়ে পাকিস্তানের মুখ বন্ধ করার আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর জেরে বিজেপির রোষের মুখে পড়েছিলেন তিনি। এবার তার গায়ে কালি ছেটাল দুই যুবক।

মঙ্গলবার রাত দশটা নাগাদ ঘটে এই ঘটনা৷ বিকানেরে এক আপ নেতার বাড়িতে শোকসভায় গিযেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরনোর সময় তাঁর গায়ে কালি ছেটায় দুই যুবক। অভিযুক্ত দু’জনকেই আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

সূত্রের খবর, ওই দুই যুবকই আরএসএস-এর ছাত্র শাখা এবিভিপি-র সমর্থক। আচককৃতদের একজন দীনেশ ওঝা এবিভিপি-র ছাত্রনেতাও। সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্তর জন্য সব বিরোধিতা ভুলে প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানিয়েছিলেন কেজরি। পাশাপাশি পাকিস্তানের মুখ বন্ধ করতে উপযুক্ত প্রমাণ দাখিলও করতে বলেছেন। তাতে হিতে বিপরীত হয়। কেজরির দাবিই ফলাও করে ছাপা হয় পাক মিডিয়ায়। আর তাতেই বেজায় চটে বিজেপি। শাসকদলের তরফে আগেই কেজরির দিকে প্রশ্ন ছুঁয়ে দেওয়া হয়েছিল যে, সেনার সাহসে কি ভরসা নেই কেজরির। তাহলে পাকিস্তানের উদ্দেশ্যমূলক প্রচারের ফাঁদে তিনি পা দিলেনই বা কেন। এরপরই ঘটল এই ঘটনা। দেশদ্রোহিতার অভিযোগেই কেজরির গায়ে কালি ছেটানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

কেজরি অবশ্য কাউকে দোষারোপ করেননি৷ বরং টুইটে জানিয়েছেন, যারা তাঁর গায়ে কালি ছিটিয়েছে, ভগবান যেন তাদের মঙ্গল করেন।
০৫ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে