আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের মাদকবিরোধী অভিযানের সমালোচনা করায় এবার মার্কিন প্রেসিডেন্টকে ‘জাহান্নামে যেতে’ বলেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।
আরেক সমালোচক ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যে দুতের্তে বলেছেন, ‘প্রায়শ্চিত্ত করো, নরকে আর জায়গা খালি নেই।’
স্থানীয় কর্মকর্তা ও ব্যবসায়ীদের প্রতি দেয়া এক বক্তব্যে দুতের্তে মাদক বিক্রির বিরুদ্ধে লড়াইয়ে ফিলিপিন্সের কৌশলের সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের প্রতি হতাশা প্রকাশ করেন। ওয়াশিংটনকে ‘অবিশ্বস্ত মিত্র’ বলে উল্লেখ করেন তিনি।
দুতের্তে বলেন, ‘কোথায় আমাদেরকে তারা (যুক্তরাষ্ট্র) সাহায্য করবেন, তা না করে আগে আমাদের সমালোচনা করছেন। সুতরাং আপনি জাহান্নামে যান মি. ওবামা, আপনি জাহান্নামে যান।’
একই দিনে আরেক বক্তৃতায় তিনি বলেন, ‘একটা সময় আমি হয়তো আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। এরচেয়ে রাশিয়া বা চীনের কাছে যাওয়া ভালো।’
যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্স যৌথ সামরিক প্রস্তুতি শুরু করতে না করতেই এমন মন্তব্য করলেন ফিলিপাইন প্রেসিডেন্ট। এই যৌথ কার্যক্রম শুরুর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, দু’দেশের মধ্যে ‘দৃঢ় বন্ধুত্ব’ রয়েছে।
প্রেসিডেন্ট দুতের্তে আরও জানান, যুক্তরাষ্ট্র ফিলিপিন্সের কাছে অস্ত্র বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে এতে সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র অস্ত্র না দিলেও অন্য যে কোনো জায়গা থেকে তিনি অস্ত্র পাবেন।
এ ব্যাপারে তিনি বলেন, ‘আপনারা অস্ত্র বিক্রি না করলে আমি রাশিয়ার কাছে যাবো। আমি রাশিয়ায় জেনারেলদের পাঠিয়েছিলাম। রাশিয়া বলেছে, চিন্তা করবেন না আপনাদের যা যা লাগবে আমরা দেবো। আর চীন বলেছে, শুধু এসে সই করে দিয়ে যান; সব কিছু পাঠিয়ে দেয়া হবে।’
দুতের্তের মাদকবিরোধী যুদ্ধের ফলে ইতোমধ্যে দেশটিতে কয়েক হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে।
এর আগে এর সমালোচনা করায় গত মাসে দুতের্তে বারাক ওবামাকে গালি দেন। সেই গালির জবাবে লাওসে এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ান-এর আঞ্চলিক সম্মেলনের আগে দু’জনের বৈঠক বাতিল করেন ওবামা।
তবে ওই ঘটনায় দুতের্তে দুঃখ প্রকাশের পর সম্মেলনের নৈশভোজের আগে এক অনানুষ্ঠানিক বৈঠকে দেখা ও কুশল বিনিময় হয় দুই প্রেসিডেন্টের।-চ্যানেল আই
৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর