বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ০৭:২১:২১

এবার ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ছুঁড়ল পাকিস্তান সেনাবাহিনী

 এবার ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ছুঁড়ল পাকিস্তান সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে হেভি শেলিং পাকিস্তান সেনা। জম্মু-কাশ্মীরের সুন্দারবানী-মান্ধার সেক্টরে সেনা ছাউনি লক্ষ্য করে হেভি শেলিং শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। এই হামলার জবাবে পাকিস্তানের দিকে পালটা গুলি ছুঁড়ছে ভারতীয় সেনাবাহিনীও। নতুন করে সংঘর্ষ বিরতি লঙ্ঘনে উত্তেজনা ছড়িয়েছে। সার্জিক্যাল স্ট্রাইকের পর এখনও পর্যন্ত প্রায় ২০ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।

প্রসঙ্গত, আজ মঙ্গলবারই পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ শান্তির বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, পাকিস্তান যুদ্ধে বিশ্বাস করে না। কিন্তু তাঁর এই বক্তব্যের কয়েকঘন্টার মধ্যে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য হামলা চালাল পাক সেনা।কলকাতা২৪
০৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে