বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ০৭:৫৭:০৭

যৌথ নৌ-মহড়া শুরু, কোন দেশের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা?

যৌথ নৌ-মহড়া শুরু, কোন দেশের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা?

আন্তর্জাতিক ডেস্ক: আজ মঙ্গলবার থেকে পুরোদমে যৌথ নৌ-মহড়া শুরু করে দিল আমেরিকা এবং ফিলিপাইন। আমেরিকার সঙ্গে যৌথ মহড়া আর চালানো হবে না বলে ফিলিপাইনের প্রেসিডেন্ট এর আগে ঘোষণা করেছিল।ফলে এটাই আমেরিকা এবং ফিলিপাইনের মধ্যে শেষ যৌথমহড়া। তাই এই মহড়া আগের থেকে অনেক বেশি শক্তিশালী করা হচ্ছে।

আমেরিকার সঙ্গে আর যৌথ মহড়া চালানো হবে না বলে গত সপ্তাহে ঘোষণা করেছিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। মূলত চিনকে খুশি করার জন্য তিনি এই ঘোষণা করে ছিলেন বলে অনেকে মনে করছেন। তার ওই ঘোষণার ফলে বেজিং-ম্যানিলা বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে প্রত্যাশা সৃষ্টি হয়েছে। অন্যদিকে, রাশিয়ার সঙ্গেও সম্পর্ক জোরদার করা হবে বলে ঘোষণা করেছিলেন দুর্তেতে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এই ঘোষণাকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, বেজিং এবং ম্যানিলার সঙ্গে লাভজনক ও গঠনমূলক সম্পর্ককে স্বাগত জানায় মস্কো।

ফএছাড়া, ফিলিপাইনে মোতায়েন মার্কিন সেনাদের সরিয়ে নেয়ার জন্যও গত ১৩ সেপ্টেম্বর আহ্বান জানান দুর্তেতে। তবে, এসব সিদ্ধান্ত সত্ত্বেও আমেরিকার সঙ্গে দেশটি সম্পর্ক ছিন্ন করবে না বলে নিশ্চিত করা হয়েছে।-কলকাতা২৪
০৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে