আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের একটি দল প্যারাগ্লাইডিং করে অনুপ্রবেশ করতে পারে৷ এমনই সতর্কবার্তা দিল ইন্টেলিজেন্স ব্যুরে৷ আত্মঘাতী জঙ্গি বাহিনী নিয়ন্ত্রণ রেখার ওপারে অধিকৃত কাশ্মীরের মাটিতে তাদের প্রস্তুতি শেষ করেছে৷ জঙ্গিদের লক্ষ্য ভারতের মাটিতে বড়সড় নাশকতা ঘটানো৷ আইবি রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য৷ গোয়েন্দাদের দাবি, অনুপ্রবেশের জন্য জঙ্গিরা প্যারাসুট ব্যবহার করবে৷ নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই তারা অবস্থান করছে৷ আইবি রিপোর্টের জেরে সীমান্তে প্যারাগ্লাইডিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ জম্মু-কাশ্মীর ছাড়া রাজস্থান, গুজরাট ও পাঞ্জাবে জারি হয়েছে বিশেষ সতর্কতা৷ পাকিস্তান সীমান্ত সংলগ্ন বিভিন্ন গ্রাম আগেই খালি করা হয়েছে৷ এবার বিএসএফকে আরও সতর্ক থাকার নির্দেশ জারি হল৷
উরি সেনা ক্যাম্পে জঙ্গি হানার পর পালটা অধিকৃত কাশ্মীরের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত৷ বিভিন্ন জঙ্গি ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি অন্তত ৪০ জন জঙ্গিকে খতম করার দাবি করা হয়েছে৷ পরে কমান্ডো অভিযানকে ভুয়ো বলে দাবি করে লস্কর ই তৈবা৷ সংগঠনের প্রধান হাফিজ সইদের হুমকি সার্জিক্যাল স্ট্রাইক কী বিষয় তা ভারতে করে দেখাবে জঙ্গিরা৷ লাহোর থেকে এমন বার্তা দিতেই সতর্কতা জারি হয়েছে বিভিন্ন রাজ্যে৷ বিশেষ করে উৎসবের মাসে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা৷-কলকাতা২৪
০৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস