বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ১০:২৪:৩৪

ভারত-পাক সম্পর্ক নিয়ে এবার ময়দানে আমেরিকা

ভারত-পাক সম্পর্ক নিয়ে এবার ময়দানে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাক সম্পর্ক নিয়ে এবার ময়দানে আমেরিকা। উত্তেজনা কমাতে ভারত-পাকিস্তানকে আলোচনাতে বসত বলল আমেরিকা। পর্যবেক্ষকদের মতে, দ্বিপাক্ষিক টানাপোড়েন কমাতে আমেরিকা ভারত-পাক সামরিক কর্তৃপক্ষের যোগাযোগকে উত্সাহ দিচ্ছে ওয়াশিংটন। ওয়াশিংটনের দাবী, দুই প্রতিবেশীর সঙ্গেই যোগাযোগ রেখে চলেছেন মার্কিন আধিকারিকরা।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক বলেছেন, ভারত ও পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। যে কোনও রকম উত্তেজনা প্রশমনে এ ধরনের আলোচনা চালিয়ে যাওয়াকে উত্সাহিত করছে আমেরিকা। উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্কে উত্তেজনা সংক্রান্ত প্রশ্নের উত্তরে এ কথা বলেন কুক। এখানেই শেষ নয়, কুক আরও বলেছেন, ভারত-পাক সম্পর্কের উত্তেজনা প্রশমিত হওয়ার ব্যাপারে আশাবাদী মার্কিন বিদেশ সচিব অ্যাশটন কার্টার ও মার্কিন সরকার।-কলকাতা২৪
০৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে