বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ১০:৪৮:৩২

মোদিকে হুমকি বার্তা পাঠানো পায়রাটিকে যা করছে পুলিশ

মোদিকে হুমকি বার্তা পাঠানো পায়রাটিকে যা করছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : সম্ভবত পাকিস্তান থেকে উড়ে আসা পায়রাটিকে শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, পায়রাটিকে আটকে রেখে বিশেষ কোনও লাভ নেই।  এই পায়রাটির শরীরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে উর্দুতে লেখা হুমকি বার্তা দেওয়া হয়েছিল।

পাঠানকোটের পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, পায়রাটি আপাতত পুলিশের হেফাজতেই রয়েছে। তবে খুব শীঘ্রই এটিকে উড়িয়ে দেওয়া হবে। তবে কবে উড়িয়ে দেওয়া হবে তা এখনও ঠিক করা হয়। এই বিষয়ে আগামী এক-দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, পায়রাটিকে আর তাদের হেফাজতে রেখে কোনও লাভ নেই। কিছুদিন আগেই পায়রাটির শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছিল লুধিয়ানার পশুচিকিত্সা হাসপাতালে। সেটির শরীরে সন্দেহজনক কিছুই মেলেনি।

প্রসঙ্গত,  কয়েকদিন আগেই পাঠানকোটের বামিয়াল সেক্টরের সিম্বল পোস্টে পায়রাটিকে দেখতে পায় বিএসএফ বাহিনী। সেটির পায়ে উর্দুতে লেখা একটি চিঠি বাঁধা ছিল। যার অনুবাদ করলে হয়, আমাদেরও ১৯৭১-এর (ভারত-পাক যুদ্ধ) মানুষগুলোর সঙ্গে গুলিয়ে ফেলবেন না। এখন প্রতিটি শিশুই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। এখনও পর্যন্ত পাঠানকোটে পুলিশি হেফাজতে রয়েছে সে।

৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে